• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু 

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

করোনায় দেশে একদিনে শনাক্তের হার ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ দশমিক ৩০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৪ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে ৮৪৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬১টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৪৬ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা। সে সরকারি হাসপতালে মারা গেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –